Description
শ্যাম্পু হচ্ছে চুলের জন ব্যবহৃত একটি পণ্য। এটি মূলত চুল থেকে তৈলাক্তভাব, ময়লা, খুশকি, পরিবেশের বিভিন্ন বিষাক্ত পদার্থ, এবং অন্যান্য দূষিত পদার্থ চুল থেকে দূর করে। অর্থাৎ শ্যাম্পু চুলে অবাঞ্চিত পদার্থ পরিষ্কার করে এবং তৈরি হতে বাধা দেয়, কারণ এসকল পদার্থ চুলের ক্ষতি করে এবং সেই সাথে চুল সামলাতে সমস্যার সৃষ্টি করে। আমাদের দেশে গরমের সময় মাথা ঘামে বেশি। সেই ঘামের সঙ্গে বাইরের দূষণ ও ধুলাবালু মিশে মাথার ত্বক হয় ময়লা। যেখান থেকে খুশকি হওয়ার পাশাপাশি চুলে নানান সমস্যা দেখা দেয়। এছাড়া এখন অনেক নারী হিজাব ব্যবহার করেন। হিজাবের কারণে স্ক্যাল্প বা মাথার ত্বকের তাপমাত্রা বেড়ে যায়। তাই খুশকি ও চুলের চিপচিপে ভাব এড়াতে ব্যবহার করা যায় আলিজা হেয়ার ওয়াশ । প্রতিদিন শ্যাম্পু না করার জন্য অনেক সময় পরামর্শ দেওয়া হয়। যদি বাসার বাইরে যাওয়া না হয়, মাথার ত্বক না ঘামে, চুল ময়লা না হয় তারপরেও দুতিন দিন পরপর শ্যাম্পু করা উচিত। এছাড়া চুলের স্বাস্থ্য ভালো রাখতে কিছু দিক নজর রাখা প্রয়োজন। মানসম্মত প্রসাধনী: একেক ধরনের চুলের জন্য একেক রকম শ্যাম্পু ও প্রসাধনীর প্রয়োজন হয়। তবে নিজের চুলের ধরন যাই হোক, সব ধরনের চুলের যতেœ ব্যবহার করা যায় আলিজা হেয়ার ওয়াশ । তাই মাথার ত্বক নিয়মিত পরিষ্কার রাখতে ও নিস্তেজ চুল উজ্জ্বল করতে হেয়ার ওয়াশ ভেজা চুলে পরিমাণ মতো মেখে কিছুক্ষণ অপেক্ষা করে ভালোভাবে ধুয়ে ফেললে মিলবে কাঙ্ক্ষিত ফলাফল।