প্রতিদিন গোসল করার মূল উদ্দেশ্যে হল শরীরকে সতেজ রাখা এবং ত্বকের উপরিতলের যাবতীয় ময়লা পরিষ্কার করা। সারাদিন আমাদের ত্বকের উপরে ধুলো, বালি, ঘাম, তেল, ময়লা জমে। সেগুলো গোসলের সময় সাবান বা বডি ওয়াশ ব্যবহারের মাধ্যমে আমরা দূর করতে পারি। ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে সাবান ও বডি ওয়াশ দুটোই সমান কাজ করে। ভাল মানের সাবান ও বডি ওয়াশ ব্যবহার করলে কমবেশি একই উপকার পাওয়া যায়। এতে তেল, গিøসারিন ও অন্যান্য রাসায়নিক পণ্য থাকে যা ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বককে কোমল ও মসৃণ রাখতে সাহায্য করে।