Description
কোমল ত্বক পেতে গোসলের সময় কোনটি ব্যবহার করবেন, জেনে নিন... Skin Care Tips. যখন ত্বকের প্রসঙ্গ আসে, তখন আপনি কাকে বেছে নেবেন, সাবান নাকি বডি ওয়াশ? চলুন জেনে নেওয়া যাক...সারাদিন নিজেকে তরতাজা রাখার জন্য গোসলের সময় সাবান বা বডি ওয়াশ ব্যবহার করেন সকলেই। এটি এমন একটি প্রসাধনী পণ্য যা কেউই এড়িয়ে যান না। কিন্তু ত্বক পরিষ্কার করার জন্যই কি আমরা শুধু এই ধরনের পণ্য ব্যবহার করি, নাকি অন্য কোনও কারণও থাকে। অনেকেই রয়েছেন যারা সুগন্ধি সাবান বা বডি ওয়াশ ব্যবহার করতে ভালবাসেন। কিন্তু যখন ত্বকের প্রসঙ্গ আসে, তখন আপনি কাকে বেছে নেবেন, সাবান নাকি বডি ওয়াশ? চলুন জেনে নেওয়া যাক....
প্রতিদিন গোসল করার মূল উদ্দেশ্যে হল শরীরকে সতেজ রাখা এবং ত্বকের উপরিতলের যাবতীয় ময়লা পরিষ্কার করা। সারাদিন আমাদের ত্বকের উপরে ধুলো, বালি, ঘাম, তেল, ময়লা জমে। সেগুলো গোসলের সময় সাবান বা বডি ওয়াশ ব্যবহারের মাধ্যমে আমরা দূর করতে পারি। ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে সাবান ও বডি ওয়াশ দুটোই সমান কাজ করে। ভাল মানের সাবান ও বডি ওয়াশ ব্যবহার করলে কমবেশি একই উপকার পাওয়া যায়। এতে তেল, গিøসারিন ও অন্যান্য রাসায়নিক পণ্য থাকে যা ত্বক পরিষ্কার করার পাশাপাশি ত্বককে কোমল ও মসৃণ রাখতে সাহায্য করে।
কিন্তু যখন ত্বকের স্বাস্থ্যের প্রশ্ন ওঠে সেখানে আপনাকে অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে। এই ক্ষেত্রে সাবানের চেয়ে বডি ওয়াশ অনেক বেশি উপকারী। এমন অনেক সাবান রয়েছে যেগুলোতে ক্ষারের পরিমাণ বেশি। এই ধরনের সাবান ব্যবহার করা এড়িয়ে চলুন। পাশাপাশি একই সাবান বাড়ির অন্যান্য সদস্যরা ব্যবহার করেন, এতে ত্বকে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এই দিক দিয়ে বডি ওয়াশ ত্বকের জন্য অনেক বেশি সুরক্ষিত।ত্বক শুধু পরিষ্কার করলেই হয় না। ত্বককে ভাল রাখার জন্য নিয়মিত এক্সফোলিয়েট করাও জরুরি।